চাপের মুখে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন খাত
করোনা মহামারিতে অন্যান্য খাতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাপ্লাই চেইন খাত। কম্পিউটার চিপের ঘাটতি, বন্দরে যানজট এবং ট্রাক চালকের অভাবে চাপের মুখে রয়েছে এ খাত।
আর্থিক পরিষেবা সংস্থা মুডি'জ জানিয়েছে, সাপ্লাই চেইনের অবস্থা ভালো হওয়ার আগে এটি কেবল আরও খারাপের দিকেই যাবে।
এর মধ্যে, ২০২১ সালে মার্কিন প্রবৃদ্ধির পূর্বাভাসকে এক শতাংশে নামিয়ে এনেছে আইএমএফ। কমিয়ে আনার এই পরিমাণ জি-৭ অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
করোনা মহামারি চলাকালীন এই সময়ে বন্দরে কার্গো জাহাজ চলাচলের জন্য নেই কোনো নির্দিষ্ট নিয়ম। তাছাড়া, সীমানা নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলে সীমাবদ্ধতা থাকায় কাঁচামাল সরবরাহ কমে গিয়েছে ব্যাপক হারে। একদিকে যোগান বাড়তে থাকায় এবং অন্যদিকে রপ্তানি কমে যাওয়ায় পণ্যের খরচ এবং দাম বেড়ে গিয়েছে। ফলে, সমস্যায় পড়েছেন ভোক্তারা।
মুডিজের এক প্রতিবেদনে বলা হয়, "এ অবস্থায় বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধির হার কমতে থাকবে।"
এছাড়াও, ট্রাক চালকের অভাবের বিষয়টিও তুলে ধরেছে তারা। মহামারিতে চালকের সংখ্যা কমে যাওয়ায় বন্দরগুলোতে দেখা দিয়েছে যানজট। একই কারণে শুকিয়ে গিয়েছে যুক্তরাজ্যের গ্যাস স্টেশনগুলোও।
পণ্য সরবরাহে সীমাবদ্ধতার জন্য মূলত বেশ কয়েকটি বিষয় দায়ী। ফলে, এই সমস্যা কাটিয়ে উঠা চ্যালেঞ্জিং হবে বলে সতর্ক করেছে তারা।
প্রথমত, বিভিন্ন দেশ কোভিডের বিরুদ্ধে বিভিন্নভাবে লড়াই করছে। যুক্তরাষ্ট্র যেখানে কোভিড-১৯'কে মহামারি হিসেবে বিবেচনা করে তাদের স্বাভাবিক কার্যক্রম চালানোর কথা ভাবছে; সেখানে চীনের লক্ষ্য হচ্ছে কোভিড কেস শূন্যের কোঠায় নামিয়ে আনা। একেক দেশ আলাদাভাবে কার্যক্রম চালানোয় নিয়ম ও বিধিমালার মধ্যে সমন্বয় সাধন সম্ভব হচ্ছে না।
এছাড়া, বিশ্বব্যাপী সুনির্দিষ্ট নিয়ম না থাকায় সম্ভব হচ্ছে না ভ্যাকসিন পাস। ফলে কার্গো জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটছে।
দ্বিতীয়ত, বিশ্বব্যাপী সরবরাহ এবং পরিবহন নেটওয়ার্কের "সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার" অভাবের কথা উল্লেখ করেছে মুডি'জ।
তবে, মুডি'জ এসকল সমস্যা তুলে ধরলেও অন্যান্য প্রতিষ্ঠান এক্ষেত্রে বেশ আশাবাদী।
জেপি মরগান চেজের সিইও জেইমি ডিমন সোমবার বলেন, সাপ্লাই চেইনের এই সমস্যাগুলোর দ্রুতই সমাধান আসবে। তিনি বলেন, "সামনের বছর এ নিয়ে কোনো সমস্যা হবে না। আমার মনে হয় বিভিন্ন কোম্পানির মতো বিভিন্ন দেশের উন্নত বাজার ব্যবস্থা এই সমস্যার সমাধান করবে।"
- সূত্র: সিএনএন