বাদুড়ের উৎপাতে অসহায় শহরবাসী
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ছোট্ট শহর ইংহ্যাম। ৪৩ হাজার অধিবাসীর বসবাস এখানে। তাদের সুখের জীবন অতিষ্ঠ করে তুলেছে হাজার হাজার বাদুড়। তাদের চোখে এগুলো বাদুড় তো নয়, যেন ‘উড়ন্ত শিয়াল’!
অ্যাডাম কারিলা নামের এক ইংহ্যামবাসী জানান, বাদুড়গুলো যখন ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, মনে হয় যেন টর্নেডো! ওদের বসবাস মূলত শহরটির বোটানিক্যাল গার্ডেনে। তাছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পাশে থাকা গাছগুলোও নিজেদের দখলে নিয়েছে বাদুড়গুলো। দিন দিন ওদের সংখ্যা আর উৎপাত বাড়ছেই। রান্নাঘর, ক্লাসরুম, শপিংমলসহ সবখানেই নির্ভয়ে উড়তে থাকে এরা। খবর বিবিসির।
স্থানীয় মেয়র রেমন জ্যায়ো জানান, ‘মনে হয় যেন অস্ট্রেলিয়ার সব বাদুড়ই ইংহ্যামে চলে এসেছে। ওদের উৎপাতে এখানে মানুষের পক্ষে টিকে থাকাই দায়।‘
এই হাজার হাজার বাদুড়ের ডাকে শ্রবণশক্তির মারাত্মক ক্ষতি হওয়ারও আশঙ্কা করছেন এখানকার লোকজন। বাদুড়ের আঁচড় ও কামড়ে প্রাণঘাতী রোগে ভোগার ভয়ও তাদের প্রতিনিয়ত তাড়া করছে। কারিলা ও তার স্ত্রী সুজানের মতো অনেক অভিভাবকই ঠিক করেছেন, এই উৎপাত কমার আগ পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না তারা।
এদিকে, আইনের মারপ্যাঁচে বাদুড় নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন। একদিন হয়তো বাদুড়ের কাছেই নিজের ঘর-বাড়ি ছেড়ে পালাতে হবে, এমন ভয়ও কাজ করছে অধিবাসীদের মনে।