বিপিএটিসি'র নিয়োগ পরীক্ষার সময়সূচি
বাংলাদেশ লােক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ইতােপূর্বে স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে।
আগামী ২২ অক্টোবর কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক/কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, গাড়ীচালক পদের এবং ৫ নভেম্বর নিম্নমান সহকারী পদের পরীক্ষা নেয়া হবে। নির্ধারিত তারিখে সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। চলবে ১১.৩০ মিনিট পর্যন্ত।
প্রার্থীরা http://bpatc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। লিখিত পরীক্ষার ফলাফল www.bpatc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত পরীক্ষার পরদিন উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।