সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস: তথ্যমন্ত্রী
সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সেই সঙ্গে তিনি বিএনপিকে এ বদ-অভ্যাস থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।
শুক্রবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে তখন অনেক নেতা ভোল পাল্টিয়েছেন। দলের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছেন। যারা সুবিধা নেয়ার জন্য দলে ঢুকেছেন তারা আর কোনো পদ পাবেন না। টাকাওয়ালা দেখে দলের নেতা বানানো যাবে না।’
পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্টু, মেরিনা আকতার কবিতা, বেগম আকতার জাহান, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, অ্যাডভোকেট শামসুল হক টুকু, আহম্মেদ ফিরোজ কবির, নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ।
এর আগে তথ্যমন্ত্রী সকাল ১১টায় পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেন, ‘সম্প্রতি সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার জন্য সংসদে বিল পাস হয়েছে। তা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেয়া হবে। বিষয়টি তা নয়। সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার জন্য সংসদে এ বিল পাস হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে।
ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, সেই সঙ্গে নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। এ জন্য ভোটাদের উপস্থিতি কম ছিল। সিটি নির্বাচনের অঙ্কে বিএনপি ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।