চট্টগ্রামে প্রতিমা বিসর্জন পুনরায় শুরু হয়েছে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/15/ctg_mondir_photo5_1_0.jpg)
আজ শুক্রবার (১৫ অক্টোবর) জে এম সেন হল পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে চার ঘণ্টা স্থগিত রাখার পর চট্টগ্রাম নগরীতে পুনরায় প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।
হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন, যার প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত বন্দর নগরীতে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
পরিষদের মহাসচিব রানা দাশগুপ্ত টিবিএস'কে জানান, তারা বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করবেন এবং হামলার জন্য দায়ী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের আগপর্যন্ত চট্টগ্রাম শহরজুড়ে প্রতিমা বিসর্জন বন্ধ রাখা হবে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/10/15/ctg-mandap-attack_1.jpg)
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন টিবিএস'কে জানান, বেলা আড়াইটার দিকে প্রতিমা বিসর্জন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হলেও, ততক্ষণে অনেক মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য পতেঙ্গা বিচে নিয়ে আসা হয়।
ঘোষণার আগেই যারা প্রতিমা নিয়ে এসেছিলেন, তারা বিসর্জন দিয়েছে। বাকীরা তা স্থগিত রাখেন।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/10/15/ctg_mondir_photo10.jpg)
এদিকে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করেছেন হামলার প্রতিবাদকারীরা।
জে এম সেন হল পূজা মণ্ডপ পরিদর্শনে এসে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভির বলেন, এই সহিংসতার সাথে জড়িত সকলকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলেও, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এর আগে আজ শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রাম নগরীর অন্দরকিল্লা এলাকার শাহী জামে মসজিদের সামনে একদল ব্যক্তি বিক্ষোভ সমাবেশ করে। এরপর তারা মণ্ডপে অনুপ্রবেশের উদ্দেশ্যে জে এম সেন হলের দিকে যায়।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/10/15/ctg_mondir_photo2_0_0.jpg)
তবে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং ভিড় ছত্রভঙ্গ করতে ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন টিবিএস'কে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংঘর্ষের ঘটনায় জড়িত ৫০ জনকেও আটক করেছে।
গত ১১ অক্টোবর থেকে দেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। চট্টগ্রাম নগরীতে এবার প্রায় ২৭৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে, আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকেই প্রতিমা বিসর্জন দেওয়ার সময় নির্ধারিত ছিল।
গত বুধবার কুমিল্লার নানুয়া দীঘি এলাকার একটি মণ্ডপে পবিত্র কোরান অবমাননার অভিযোগ ওঠার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা বাড়তে থাকে।