ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি, সাতক্ষীরায় ছাত্রলীগের ৬ সভাপতি-সম্পাদক বহিষ্কার
ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার দায়ে সাতক্ষীরায় ছাত্রলীগের ৬ সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত পদধারী নেতারা হলেন, তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সুজন, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রেজা, কাদাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ একটি অসম্প্রদায়িক সংগঠন। সংগঠনে থেকে সংগঠনবিরোধী ও দলের নীতি আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার (১৭ অক্টোবর) রাতে তাদের বহিষ্কার করা হয়েছে।'