মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন ঝড়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড
সুপার টুয়েলভ নিশ্চিত করার ম্যাচ, প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল পাপুয়া নিউ গিনি। প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে বড় সংগ্রহই গড়লো বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে রান করতে পারলেন কেবল কয়েকজন। এদের মধ্যে সেরা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অভিজ্ঞ এই ব্যাটসম্যান মাত্র ২৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তার প্রথম ও দলের ইতিহাসের দ্রুততম এই হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে রান ১৮১ রান তুলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। এবারের আসরেও এখন পর্যন্ত এটা সর্বোচ্চ রানের ইনিংস।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দ্বিতীয় বলেই নাঈম শেখকে হারায়। দলকে এগিয়ে নিতে থাকেন লিটন দাস ও সাকিব আল হাসান। লিটন ২৩ বলে ২৯ রান করে থামলেও সাকিব আরও কিছুক্ষণ ব্যাটিং করেন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ৩৭ বলে ৩টি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন।
এরপর মাহমুদউল্লাহ হাফ সেঞ্চুরি করে আউট হলে আফিফ হোসেন ধ্রুব ২১ রান করেন। শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ৬ বলে একটি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১৯ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। নাঈম ০, মুশফিকুর রহিম ৫, নুরুল হাসান সোহান ০ ও শেখ মেহেদী অপরাজিত ২ রান করেন।
পাপুয়া নিউ গিনির হয়ে ২টি করে উইকেট নেন অধিনায়ক আসাদ ভালা, ড্যামিয়ের রাভু ও কাবুয়া মোরিয়া। একটি উইকেট পান সাইমন আতাই। জিততে হলে ওশেনিয়া অঞ্চলের দেশটিকে ওভার প্রতি ৯.১০ রান তুলতে হবে।