বাবর আজমকে টার্গেট করবে ভারত, বাড়তি চাপে থাকবে সে: হেইডেন
২৪ অক্টোবর নিজেদের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। আর এই মহারণের মধ্য দিয়ে কোচ হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন অস্ট্রেলিয়া কিংবদন্তি ম্যাথু হেইডেন।
খেলোয়াড়ি জীবনে এই মাপের প্রচুর হাই-ভোল্টেজ ম্যাচ খেলা হেইডেন ভালোভাবেই টের পাচ্ছেন যে রোববারের ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের প্রধান টার্গেট হবে তার দলের তুরূপের তাস, বাবর আজম।
পাকিস্তান দলের ব্যাটিং কোচ হেইডেন বলেন, "অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে বাবর আজমের উপর অতিরিক্ত চাপ থাকবে। কারণ তাকে টার্গেট করা হবে এবং সবাই তাঁকে নিজেদের পকেটে পুরতে চাইবে। বাবরের কমান্ড এবং উপস্থিতি আছে, অধিনায়ক হিসাবে ব্যাটিংয়েও তাকে নিজের ভূমিকা পালন করতে হবে।
"আমি মনে করি আগামী ম্যাচে নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কেননা আরব আমিরাতের কন্ডিশনে ভুল করার তেমন সুযোগ নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।"
সূত্র: হিন্দুস্তান টাইমস।