যুব বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক আকবর
৯ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে যুব বিশ্বকাপের। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। টুর্নামেন্ট শেষ হওয়ার পরদিনই সেরা একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ঘোষণা করা একাদশের অধিনায়ক করা হয়েছে অবিশ্বাস্য লড়াইয়ে বাংলাদেশকে শিরোপা এনে দেয়া আকবর আলীকে।
এই একাদশে আকবর আলীসহ বাংলাদেশের তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন আছেন যুব বিশ্বকাপের সেরা একাদশে।
রানার্সআপ ভারতেরও তিন ক্রিকেটার আছেন টুর্নামেন্টের সেরা একাদশে। ফাইনালে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলা বাঁহাতি ওপেনার যশস্বি জাইসওয়াল, রবি বিষ্নয় ও কার্তিক ত্যাগিকে নেয়া হয়েছে একাদশে।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান থেকে দুজন করে ক্রিকেটারকে নেয়া হয়েছে। এ ছাড়া শ্রীলঙ্কার একজন ক্রিকেটারকে বিবেচনা করেছে আইসিসি। কানাডার আকিল কুমারকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
যুব বিশ্বকাপের সেরা একাদশ: যশস্বি জাইসওয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রাবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদাত হোসেন (বাংলাদেশ), নায়েম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলী- অধিনায়ক ও উইকেটরক্ষক (বাংলাদেশ), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষ্নয় (ভারত), কার্তিক ত্যাগি (ভারত), জায়দেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)। দ্বাদশ খেলোয়াড়- আকিল কুমার (কানাডা)।