রাণী এলিজাবেথের প্রথম ইমেইলে সহায়তাকারী বিজ্ঞানীর মৃত্যু
ইউরোপীয় ইন্টারনেটের জনক নামেই খ্যাত ছিলেন কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর পিটার ক্রিস্টেন। গত মাসে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে মারা যান।
ক্রিস্টেন ইন্টারনেট প্রটোকল আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, পুরো বিশ্বে আজ এর মাধ্যমেই কম্পিউটার নেটওয়ার্কে তথ্য আদানপ্রদান করা হয়।
নানা ঐতিহাসিক ঘটনার কেন্দ্রে থেকেই কাটে এই বিজ্ঞানীর জীবন। ১৯৭৬ সালে এইচএমই২’ নামে রাণী এলিজাবেথকে একটি ইমেইল অ্যাকাউন্ট খুলে দেন ক্রিস্টেন। এরপর রাণী এলিজাবেথ তার নির্দেশনা অনুসরণ করে ইমেইল বার্তা প্রেরণের বাকি ধাপগুলো সম্পন্ন করেন। এটাই ছিল কোনো ইউরোপীয় রাজ পরিবার সদস্যের প্রথম ইমেইল ব্যবহার।
আধুনিক ইন্টারনেট ব্যবস্থার অন্যতম পথিকৃৎ পিটার ক্রিস্টেন ছিলেন একজন জার্মান ইহুদি শরণার্থী। ১৯৩০ এর দশকে তিনি নাৎসিদের বর্ণবাদী নিপীড়ন থেকে পালিয়ে যুক্তরাজ্যে আসেন। এরপর থেকে তিনি লন্ডনে বসবাস করছিলেন।
কম্পিউটার বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৩ সালে তাকে ব্রিটিশ সাম্রাজ্যের শীর্ষ সম্মান ‘কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ এ ভূষিত করা হয়।