এবার সত্যিই বিদায় নিচ্ছে কিংবদন্তী পপ সঙ্গীত ব্যান্ড ‘অ্যাবা’!
৪০ বছর পর নতুন অ্যালবাম নিয়ে 'অ্যাবা'র প্রত্যাবর্তন উৎসাহ জাগিয়েছিল ভক্তদের মনে। হয়তো আরও কিছুকাল তাদের সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে থাকার কথাও ভেবেছিলেন কেউ কেউ। কিন্তু সেই আশায় গুড়েবালি! ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, নতুন অ্যালবাম প্রকাশ ও স্টেজ পারফরমেন্স শেষ হওয়ার পরপরই অবসরে যাবে 'অ্যাবা'।
সত্তরের দশকের জনপ্রিয় সুইডিশ পপ সঙ্গীত ব্যান্ড অ্যাবার সদস্যদের মধ্যে বিচ্ছেদ ঘটে মূলত ১৯৮২ সালে। কিন্তু চলতি বছরে নিজেদের নবম স্টুডিও অ্যালবাম 'ভয়েজ' নিয়ে ফিরে আসে তারা। এছাড়াও, আগামী বছরের মে মাসে লন্ডনের স্ট্র্যাটফোর্ডে তাদের ভার্চুয়াল কনসার্টের ঘোষণাও দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই।
কিন্তু ব্যান্ডের সদস্য বেনি অ্যান্ডারসন (৭৪) এবং বিয়র্ন ক্রিস্টিয়ান (৭৬) এর ভাষ্যে, এই পুনর্মিলন সাময়িক সময়ের জন্য। ৫ নভেম্বর 'ভয়েজ' প্রকাশের পর তাদের আর কোনো গান মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বেনি বলেন, "হ্যাঁ, এবারই শেষ… এটা তো হওয়ারই ছিল।"
১৯৮২ সালে ব্যান্ড ভেঙে যাওয়া প্রসঙ্গে বেনি বলেন, "আমি কখনোই ভাবতাম না যে অ্যাবার আর একত্রিত হওয়া সম্ভব নয়। কিন্তু এখন বলতে পারি, এবার অবসরের সময় এসেছে।"
জনপ্রিয় গান 'ওয়াটার লু' প্রকাশের মাধ্যমে ১৯৭৪ সালে ইউরোভিশন সং কনটেস্ট জেতার পর দলের বাকি দুই সদস্য, অ্যাগনেথা ফ্যালস্কু (৭১) এবং অ্যানি-ফ্রিদ লিংস্তদ (৭৫) এর নামও পপ সঙ্গীতপ্রেমীদের কাছে পরিচিত হয়ে ওঠে।
এরপর একে একে মামা মিয়া, ড্যান্সিং কুইন, টেইক অ্যা চান্স অন মি এবং থ্যাংক ইউ ফর দ্য মিউজিকের মতো গান উপহার দিয়েছেন তারা।
লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে অবস্থিত, ৩০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যু, 'অ্যাবা অ্যারেনা'তে অনুষ্ঠিত হবে অ্যাবার ডিজিটাল কনসার্ট। কনসার্ট শুরুর সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ২৭ মে।
- সূত্র: ডেইলি মেইল