পাটুরিয়ায় ফেরিডুবি: চলছে তৃতীয় দিনের উদ্ধারকাজ
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। একই সঙ্গে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দলের কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম ছানোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া ফেরিতে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। সবশেষ তথ্যানুযায়ী ডুবে যাওয়া ফেরিতে আরও চারটি পণ্যবাহী ট্রাক এবং কয়েকটি মোটরসাইকেল রয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নাম্বার পন্টুন এলাকায় এসে ১৪টি ট্রাক ও কিছু মোটরসাইকেল নিয়ে ডুবে যায় আমানত শাহ নামের বড় একটি ফেরি। এরপর গেলো দুই দিনে সেখান থেকে ১০টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে হামজা কর্তৃপক্ষ। বাকি যানবাহন উদ্ধারে আজও তাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।