অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে পিতৃত্বকালীন ছুটি
বর্তমানে অনেক পুরুষ পিতৃত্বকালীন ছুটি নিলেও এখনও সমাজে ধারণাটি সেভাবে প্রতিষ্ঠিত নয়। ৯৩ শতাংশ নারী সন্তান জন্মদানের পর পূর্ণকালীন ছুটি পেলেও পুরুষদের মধ্যে এই হার এখনও অনেক কম।
যুক্তরাষ্ট্রের একটি সংস্থার প্রতিবেদন অনুসারে, সন্তানের জন্ম হওয়ার পর মাত্র ২৩ শতাংশ কর্মী বেতনসহ ছুটিতে যেতে পারেন। পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে ২০ শতাংশেরও কম পুরুষ নিয়োগদাতাদের কাছ থেকে সবেতনে ছুটিতে যাওয়ার সুযোগ পান।
তবে এই পিতৃত্বকালীন ছুটি অর্থনীতির জন্য ইতিবাচক। কেননা, বাবারা যখন ছুটি নেন, তখন মায়েরাও কাজে অংশ নেওয়ার সুযোগ পান। ফলে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ে।
যুক্তরাষ্ট্রে যেসব অঙ্গরাজ্যে সন্তান জন্মের পর বাবা-মার বেতনসহ ছুটির নীতিমালা আছে, সেখানে সন্তান জন্মদানের পর প্রথম বছরে নারীদের চাকরি ছাড়ার হার ২০ শতাংশ পর্যন্ত কম পাওয়া গেছে। সন্তান জন্মের পাঁচ বছর পর এই হার ৫০ শতাংশ পর্যন্ত কমে যায়। ২০১৯ সালে অলাভজনক সংস্থা ইন্সটিটিউট ফর উইমেন্স পলিসি রিসার্চে এই তথ্য পাওয়া যায়।
ক্যালিফোর্নিয়ার ও নিউজার্সিতে বেতনসহ পারিবারিক ও স্বাস্থ্যসেবাজনিত ছুটি দেওয়ার নীতিমালা চালু করার আগে ও পরে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ নিয়ে গবেষণাটি পরিচালিত হয়।
গবেষণায় আরও দেখা গেছে যে, দীর্ঘমেয়াদে বেতনসহ ছুটি প্রদানে ছোট শিশু আছে এমন মা এবং অন্যান্য মায়েদের মধ্যে কাজ না করার ব্যবধান কমে গেছে।
কিন্তু যেসব নারীরা এই সুযোগ পান না, তাদের প্রায় ৩০ শতাংশই সন্তান জন্মদানের এক বছরের মধ্যে চাকরি ছাড়েন এবং প্রতি পাঁচজনের একজন পরবর্তী এক দশকেও কর্মক্ষেত্রে ফিরেন না।
মহামারির সময় এমন বিপাকে পড়েছেন কর্মজীবী বহু বাবা-মা। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২.৩ মিলিয়ন নারী কাজ ছেড়েছেন। ফলে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার ৫৭ শতাংশে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্যানুসারে, ১৯৮৮ সালের পর এই হার সর্বনিম্ন।
তবে, শুধু অর্থনীতি নয়, পিতৃত্বকালীন ছুটি পুরো পরিবারের জন্যই ইতিবাচক। ছুটি যত বেশি হবে, পারিবারিক বন্ধন তত দৃঢ়তা লাভ করবে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব লেবারের সূত্রানুসারে, পিতৃত্বকালীন ছু্টি নেওয়া বাবাদের সন্তানরা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি বেড়ে ওঠার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে।
- সূত্র: ব্লুমবার্গ