৬.৩ ইঞ্চি আকারের শিলাবৃষ্টিতে গাড়ি-বাড়ি চুরমার!
সম্প্রতি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আকারের শিলাবৃষ্টির শিকার হয়েছেন দেশটির কুইন্সল্যান্ড অঞ্চলের বাসিন্দারা। একেক খণ্ড শিলাবৃষ্টির আকার ছিল ৬.৩ ইঞ্চিরও (১৬ সেন্টিমিটার) বেশি!
অস্ট্রেলিয়ান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসকারী শন কেনেডি জানান, এর আগে দেশটিতে সবচেয়ে বড় শিলাবৃষ্টির আকার ছিল ৫.৫ ইঞ্চি (১৪ সেন্টিমিটার)।
'ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেগে ওই বিরাট আকারের শিলাবৃষ্টির বর্ষণ হয়' বলে এবিসি নিউজকে বলেন তিনি।
এদিকে, আবহাওয়া অফিস এক টুইটবার্তায় জানায়, 'সেন্ট্রাল কুইন্সল্যান্ডের ম্যাকে শহরের উত্তরাঞ্চল ইয়ালবরুতে ১৬ সেন্টিমিটারেরও বড় আকারের শিলাবৃষ্টি পড়েছে।'
বলে রাখা ভালো, ব্রিসবন শহরের প্রায় ৮০৪ কিলোমিটার উত্তরে ইয়ালবোরুর অবস্থান। ওই অঞ্চলের অধিবাসী সামান্থা ক্যাপর্ন তার স্বামীর হাতে থাকা তিন খণ্ড শিলাবৃষ্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ওই শিলাবৃষ্টির আঘাতে অনেকের বাড়ির জানালা ভেঙে গেছে বলে জানা যায়। এছাড়া, রাস্তায় থাকা অনেক যানবাহনের জানালাও হয়ে যায় চুরমার।
সেই সময়ে ম্যাকে অঞ্চলের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া ক্রিস্টোফার হার্ভে জানান, এমন ভয়ানক শিলাবৃষ্টির রোষানলে পড়ে তিনি বেশ ভড়কে গিয়েছিলেন।
'আমি গাড়ির ব্যাক উইন্ডস্ক্রিনের মধ্য দিয়ে দ্রুত ভিডিও করতে শুরু করি,' বলেন তিনি।
-
সূত্র: স্কাই নিউজ