আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের মাধ্যমে উপস্থাপনায় অভিষেক ঘটবে কার্ডি বি’র
উপস্থাপনায় অভিষেক ঘটতে যাচ্ছে আমেরিকান র্যাপার কার্ডি বি'র। আসন্ন 'আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস' (এএমএ) উপস্থাপনা করবেন তিনি।
এক বিবৃতিতে ২৯ বছর বয়সী এই সংগীত তারকা বলেন, "'এএমএ'র মঞ্চে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে আমি প্রস্তুত।"
বলে রাখা ভালো, এ পর্যন্ত ৫টি এএমএ-জয়ী কার্ডি বি ইতিহাসের প্রথম নারী র্যাপার হিসেবে দুইবার 'ফেভারিট হিপ-হপ সং' ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
আগামী ২১ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারের অনুষ্ঠিত হবে এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।
-
সূত্র: দ্য হলিউড রিপোর্টার