করোনা: অক্টোবরে বিশ্বে প্রতি ৬০ জন আক্রান্তের মধ্যে একজনের মৃত্যু
টানা দ্বিতীয় মাসের মতো বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নগামী। রাশিয়ার বার্তাসংস্থা তাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের সংখ্যা এক কোটি ২৯ লাখ, যা সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৩০ লাখ কম।
মৃত্যুর হারও কমছে। গতমাসে সারা বিশ্বে প্রায় ২ লাখ ১৪ হাজার করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, যা সেপ্টেম্বরের পরিসংখ্যানের তুলনায় ২০ শতাংশ কম। করোনাভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান গতমাস থেকে একত্র করছে বার্তাসংস্থা তাস।
মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত মহামারির বৈশ্বিক কেন্দ্রবিন্দু হিসেবেই রয়ে গেছে। অক্টোবরে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয় প্রায় ২৪ লাখ। তবে, সংক্রমণ হার কমছে। অক্টোবরের শুরুতে প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার করে নতুন রোগী শনাক্ত হলেও, মাসের শেষে দৈনিক শনাক্তের সংখ্যা নেমে আসে প্রায় ৬৫ হাজারে।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের পর দৈনন্দিন নতুন রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। গতমাসে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ছিল প্রায় ১২ লাখ। ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরও যুক্তরাজ্যে সংক্রামণের হার উচ্চই রয়ে গেছে। এদিকে, রাশিয়াতেও মহামারি শুরুর পর প্রথমবারের মতো মাসিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১০ মিলিয়ন।
অক্টোবরে যুক্তরাষ্ট্রে করোনভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। দেশটিতে মাসিক মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪২ হাজারেরও বেশি। তবে অক্টোবরের শেষে দৈনিক মৃত্যুর এই সংখ্যা নেমে আসে ২ হাজার থেকে ৯০০ জনে।
রাশিয়ায় বর্তমানে দৈনিক মৃত্যুর হার সর্বোচ্চ; করোনায় প্রতিদিন মারা যাচ্ছে প্রায় ১ হাজার ২০০ জন মানুষ। অক্টোবরে দেশটিতে ৩১ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী মারা গেছে, যা সেপ্টেম্বরের তুলনায় ৩০ শতাংশ বেশি। অন্যদিকে, গতমাসে করোনা আক্রান্তের মাত্র ০.৩% রোগী মারা গেছে যুক্তরাজ্যে ; যদিও সংক্রমণের হার বেশি ছিল।
এশিয়া ও মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। জুলাইয়ে তুরস্কের দৈনন্দিন করোনা আক্রান্তের সংখ্যা ছিল আকাশচুম্বী; তবে অক্টোবরের শেষে সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ কমে আসে। ফিলিপাইনে নতুন সংক্রমণের সংখ্যা প্রায় তিনগুণ কমেছে এবং মালয়েশিয়ায় কমেছে প্রায় অর্ধেক। এই দুটি দেশই ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ায় মহামারির হটস্পট। গেল মাসে উভয় দেশেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ২ লাখ। সেপ্টেম্বরের তুলনায় ফিলিপাইনে মৃত্যুহারে কোনো পরিবর্তন আসেনি। তবে, মালয়েশিয়ায় মৃত্যুর হার নেমে এসেছে অর্ধেকে।
- সূত্র: রয়টার্স