ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমির অপেক্ষায় অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজকে হারালেই চলবে না, এগিয়ে রাখতে হবে রান রেটও; এটা ভালোভাবে মাথায় নিয়েই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। মাঠে পরিকল্পনার বাস্তবায়নও করতে পারল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে বিশাল জয় তুলে নিল অ্যারন ফিঞ্চের দল। এই জয়ে সেমি-ফাইনালের আরও কাছে পৌঁছে গেল অজিরা।
শনিবার আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সুপার লিগে পাঁচ ম্যাচে এটা অস্ট্রেলিয়ার চতুর্থ জয়। কিন্তু এখনও সেমি-ফাইনাল নিশ্চিত হয়নি তাদের। আজকের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড জয় পেলে ইংলিশদের সঙ্গে সেমিতে যাবে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার জিতলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট হবে তাদেরও। তখন রান রেটের হিসেবে দুই দল যাবে সেমিতে। সেই হিসেবে ইংল্যান্ড অনেক এগিয়ে। দক্ষিণ আফ্রিকা বড় জয় না পেলে অস্ট্রেলিয়া উঠবে শেষ চারে। কারণ শেষ দুই ম্যাচে বিশাল রান রেট বেশ বাড়িয়ে নিয়েছে অজিরা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক কাইরন পোলার্ডের ৪৪, শিমরন হেটমেয়ারের ২৭, ক্রিস গেইলের ১৫, এভিন লুইসের ২৯ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ১৮ রানে ৭ উইকেটে ১৫৭ রান তোলে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড সর্বোচ্চ ৪টি উইকেট নেন।
জবাবে দলীয় ৩৩ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ফিরে গেলেও দলকে কোনো চাপ বুঝতে দেননি ডেভিড ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনার উইন্ডিজের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন। মিচেল মার্শও মারকুটে ব্যাটিং করেন। তাদের খুনে ব্যাটিংয়ে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার মাত্র ৫৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেও অপরাজিত থাকেন। মার্শ ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন।