যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত রিশি সুনাক
ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে নতুন অর্থমন্ত্রীর পদে দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত রিশি সুনাক। তিনি ভারতের শীর্ষ আইটি ফার্ম ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাতা।
এর আগে পদত্যাগ করেন পূর্ববর্তী অর্থমন্ত্রী সাজিদ জাভেদ। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী বরিস জনসন তার জায়গায় রিশি সুনাকের স্থলাভিষক্তি ঘোষণা করেন।
৩৯ বছরের যুবা রিশি নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড শহর এলাকা থেকে নির্বাচিত একজন সাংসদ। ২০১৫ সালে তিনি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে দেশটির আবাসন মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। গত জুলাইয়ে সেখান থেকে পদোন্নতি পান সদ্য বিদায় নেওয়া অর্থমন্ত্রী সাজিদ জাভেদের প্রধান উপদেষ্টা হিসেবে। তাই সাজিদের শুন্যস্থলে পরবর্তী পদধারী অনুসারে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে বিবিসি জানায়, সুনাক স্নাতক ডিগ্রী নিয়েছেন উইনচেস্টার কলেজ থেকে। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেন। পাশ করার পর তিনি নিজ উদ্যোগে একটি বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।