শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে হালকা যানবাহন নিয়ে দিনের বেলায় চলবে ফেরি, রাতে বন্ধ
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে হালকা যানবাহন নিয়ে দিনের বেলা ৪টি ফেরি চলাচলালের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
২৮ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে পরিদর্শক দল ও ১৯টি হালকা যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায় পরীক্ষামূলক ফেরি বেগম সুফিয়া কামাল।
১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছে। তারপর সেখান থেকে ১৫টি যানবাহন নিয়ে বেলা ১টার দিকে আবারও শিমুলিয়াঘাটে ফিরে আসে।
পরীক্ষামূলক ফেরিটি সফলভাবে চলাচল করার পর হালকা যানবাহন নিয়ে দিনের বেলায় ফেরি চালানোর সিদ্ধান্ত নেয় যৌথ পরিদর্শক দল।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, নদীর স্রোত কমে এসেছে। তাই ফেরি চলাচলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকালে পরীক্ষামূলক ফেরিতে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক ফেরিটি নির্বিঘ্নে পথ পাড়ি দিয়েছে।
এখন থেকে সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হালকা যানবাহন নিয়ে ৪টি ফেরি চলবে। ফেরিগুলো হলো: কুঞ্জলতা, কদম, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল।
পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের পদ্মা পাড়ি দেওয়ার প্রধান এই নৌরুটের ফেরি।