জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ২ দিনের বিক্ষোভ কর্মসূচি
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে দুইদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী আগামী ১০ নভেম্বর (বুধবার) রাজধানী বাদে সারাদেশের মহানগরগুলোতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি।
১২ নভেম্বর (শুক্রবার) দলটির জেলা শহর কার্যালয়গুলো থেকেও জেলা পর্যায়ে একই ধরনের প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, "জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের দাম আরও বাড়বে। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।"
মানুষকে দুর্দশার হাত থেকে বাঁচাতে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
"আমাদের মানুষকে জাগিয়ে তুলতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগণের দুর্দশা বাড়বে," বলেন তিনি।
বুধবার সরকার খুচরা পর্যায়ে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
বিশ্ববাজারে পেট্রোলিয়ামের দাম বাড়ায় জ্বালানির দাম পুনর্নির্ধারণের কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
- সূত্র: ইউএনবি