শোয়েব মালিকের ফিটনেসের পেছনে ‘আয়না রহস্য’
বয়সটা যে শুধুই সংখ্যা, সেটা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রমাণ করে চলেছেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সেও পাকিস্তানের এই ক্রিকেটার ২২ গজে রাজত্ব করে চলেছেন। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে তাকে দেখা গেল বিধ্বংসী মেজাজে। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
চলতি বিশ্বকাপে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। রেকর্ডটি আছে ভারতের ওপেনার লোকেশ রাহুলের দখলেও। স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার রেকর্ডে ভাগ বসালেন মালিক। টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
ইনিংসের শেষ ওভারে ক্রিস গ্রিভসকে একটি চার ও তিনটি ছক্কা মারেন মালিক। মব মিলিয়ে ১৮ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৫৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক বাবর আজমের ৬৬ রানের পর মালিকের ঝড়ো এই ইনিংসে ৪ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান।
৩৯ বছর বয়সেও ২২ গজে লড়াকু শোয়েব মালিক। এই ফিটনেস, একাগ্রতা, পারফরম্যান্সের পেছনে রহস্য কী? মালিক নিজেই তা জানালেন। পাকিস্তান অলরাউন্ডার বলেন, 'সত্যি কথা বলতে, যখন আমি নিজেকে আয়না দেখি, তখন নিজেকে ফিট দেখতে চাই। এ নিয়ে আমার একটা খুতখুতে বিষয় রয়েছে। যদি কেউ নিজেকে ফিট দেখতে চায়, তাহলে তাকে নিয়মিত ট্রেনিং করতে হবে। যা আমি করে থাকি।'
মালিকের রেকর্ড গড়ার রাতে পাকিস্তানও দাপুটে জয় পায়। প্রথমে ১৮৯ রান তুলে স্কটল্যান্ডকে ১১৭ রানের বেশি করতে দেয়নি তারা। ৭২ রানে ম্যাচ জেতে পাকিস্তান। সুপার লিগে এটা ছিল পাকিস্তানের টানা পঞ্চম জয়। এবারের বিশ্বকাপে পাকিস্তানই একমাত্র দল, যারা সুপার লিগের সবগুলো ম্যাচ জিতেছে।