শতাব্দীপ্রাচীন ‘টয় ট্রেনের’ লোগোর পেটেন্ট পেতে আবেদন ভারতের
দুই দশক আগে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছিল ইউনেসকো। এবার বিখ্যাত 'টয় ট্রেনে'র লোগোর আন্তর্জাতিক মেধাস্বত্বের আবেদন করেছে ভারত।
এই আবেদন গ্রহণ হলে এখন থেকে বিশ্বের যেকোনো জায়গায় টয় ট্রেনের লোগো ব্যবহারের জন্য বাধ্যতামূলকভাবে অর্থের বিনিময়ে ভারত সরকারের অনুমতি নিতে হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
১৪০ বছর আগে, ১৮৮০ সালে যাত্রা শুরু হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। সে সময় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দুটি লোগো ছিল। একটিতে কালো অক্ষরে বড় হাতের 'ডিএইচআর' লেখা। অন্য লোগোটি হলো একটি বৃত্তাকার সীলমোহর। সিলমোহরটিরতে পাহাড়, বন ও একটি নদীর ছবি রয়েছে, আর তার চারপাশে সবুজ পটভূমিতে সাদা অক্ষরে লেখা 'দার্জিলিং হিমালয়ান রেলওয়ে'।
দুটি লোগোই শতাব্দীপ্রাচীন এবং বিশ্ব ঐতিহ্যের নিরিখে অত্যন্ত জনপ্রিয়। লোগো দুটো ইউরোপ, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা পণ্যদ্রব্য ও যোগাযোগের উপকরণগুলোতে নানা সময়ে ব্যবহার করেছে। এমনকি অতীতে পশ্চিমবঙ্গ সরকারও যোগাযোগ ও পণ্যসামগ্রী আদানপ্রদানে এই লোগোগুলো ব্যবহার করেছে।
দিল্লির রেল মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গের কার্সিয়ংয়ের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অফিস গত আগস্টে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কের কন্ট্রোলার জেনারেলের কাছে লোগো নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে।
এরপর লোগোর পেটেন্ট দাবিটি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন-এর (উইপো) কাছে পাঠানো হয়। এই দাবির বিপক্ষে অন্য কোনো পক্ষ দাবি তোলে কি না, তা দেখার জন্য নিয়মানুসারে ছয় মাস সময় দেওয়া হয়েছে। এই ছয় মাসের মধ্যে অন্য কেউ দাবি না তুললেই ভারত সরকারের দাবি আন্তর্জাতিক অনুমোদন পেয়ে যাবে।
এ বিষয়ে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার (কাটিহার) এস কে চৌধুরী বলেন, 'আমরা লোগো নথিভুক্ত করেছি। কেউ এটি ব্যবহার করতে চাইলে আমাদের অনুমতি নিতে হবে।'
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আন্তর্জাতিক পেটেন্ট পেলে টয় ট্রেনের মুকুটে নতুন পালক যুক্ত হবে। সুইজারল্যান্ডের কিংবদন্তি ট্রান্সআল্পাইন রাইতিয়ান রেলওয়ের সঙ্গে উচ্চারিত হবে দার্জিলিং টয় ট্রেনের নাম।
- সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস