সিডিএর আবাসন প্রকল্প বাতিলের দাবি এলাকাবাসীর
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক প্রস্তাবিত 'ফতেয়াবাদ নিউ সিটি' নামের আবাসিক প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে স্থানীয়রা। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বসত ভিটা রক্ষা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পটি বাতিল করা না হলে সিডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বসত ভিটা রক্ষা কমিটির আহ্বায়ক দুর্গাপদ নাথ। বিবৃতিতে বলা হয়, "চট্টগ্রাম সেনানিবাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাঝখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডটি অবস্থিত। সিডিএ 'ফতেয়াবাদ নিউ সিটি' নামে একটি আবাসিক প্রকল্প গ্রহণ করার লক্ষ্যে দক্ষিণ পাহাড়তলী ও ফতেপুর ইউনিয়নের কিছু অংশের অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, গত ১৫ বছরে এই কারণেই এ অঞ্চলে কোনো নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয়নি সিডিএ।
সিডিএর এমন অবস্থান 'মৌলিক অধিকারের পরিপন্থী' বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এভাবে ভবন নির্মাণের অনুমোদন বন্ধ রাখায় এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া এলাকাবাসী তাদের প্রয়োজনে জমি বিক্রি করতে চাইলেও ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়।
এই অঞ্চলে কৃষি ও বসতভিটায় প্রকল্প না করার জন্য দাবি জানিয়ে সিডিএ চেয়ারম্যান, সাংসদসহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপিও প্রদান করেছে স্থানীয়রা। তবে সিডিএ কর্তৃপক্ষ এখনও প্রকল্প থেকে সরে আসার কোনো ইঙ্গিত প্রদান করেনি।