৯ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত ঢাকা বিমানবন্দরে প্রতিদিন ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকবে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কার কাজের জন্য চলতি বছরের ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।
ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তিন মাস দৈনিক আট ঘণ্টা করে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। এই কাজের সুবিধার জন্য এ তিন মাস বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের বিমানের টেকঅফ ও ল্যান্ডিং দুটোই বন্ধ থাকবে।
বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান বুধবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
দেশি-বিদেশি সব এয়ারলাইন্সে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময়ে ফ্লাইট পুনঃনির্ধারণ করার জন্যও এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে বেবিচক।