নিলামে বিক্রি হলো টম হ্যাংকসের 'উইলসন'
টম হ্যাংকস অভিনীত 'কাস্ট অ্যাওয়ে' চলচ্চিত্রটি একবার দেখেছেন, কিন্তু সেই স্মৃতি মনে নেই, এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবেনা। ২০০০ সালে নির্মিত এই ছবিটি আমাদের অনেককেই রবিনসন ক্রুশোর রোমাঞ্চকর দ্বীপবাসের গল্প মনে করিয়ে দেয়। কারণ 'কাস্ট অ্যাওয়ে'তে টম হ্যাংকসের অবস্থাটা ছিল ঠিক সেই রকমই!
পণ্য পরিবাহী কোম্পানি ফেডেক্সের কর্মকর্তার ভূমিকায় থাকা টম হ্যাংকস জাহাজডুবির পর এসে পড়েন জনশূন্য এক দ্বীপে। শত প্রতিকূলতার মধ্যেও দ্বীপে টিকে থাকার দিনগুলোতে তার একমাত্র বন্ধু করেছিলেন একটি ভলিবলকে, ভালোবেসে যার নাম দিয়েছিলেন 'উইলসন'।
বলাই বাহুল্য, ছবিটি মুক্তি পাওয়ার পর উইলসন আর কোনো সাধারণ ভলিবল নয়। তাই হ্যাংকস সাহেবের উইলসন এবার নিলামে বিক্রি হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকায়!
ভলিবলটিকে মূলত নোংরা হওয়ার জন্যেই ছবির প্রপস হিসেবে নেওয়া হয়েছিল। তাছাড়া শুটিংয়ের সময় দিনের পর দিন বৃষ্টিতে ভিজেছে এটি।
রবার্ট জেমেকিস পরিচালিত এই ছবিটিতে অভিনয়ের জন্য 'সেরা অভিনেতা' শাখায় অস্কারের মনোনয়ন পেয়েছিলেন টম হ্যাংকস। তবে সে বছর 'গ্ল্যাডিয়েটর' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারটি দখল করেন রাসেল ক্রো।
'কাস্ট অ্যাওয়ে' চলচ্চিত্রে টম হ্যাংকস উইলসনের সাথে কথা বলতেন মানুষ হিসেবে নিজের স্বাভাবিকতাকে বজায় রাখতে।
নিলামকারী প্রতিষ্ঠান বলটিকে আখ্যা দিয়েছে 'ছেড়া, ময়লা রূপ দেওয়ার জন্য জবরদস্তভাবে রঙ করা একটি বল' হিসেবে।
শুধু তাই নয়, সামনে গাঢ় লালচে-বাদামিরঙা বলের উপরের দিকটিও ছেঁড়া এবং উইলসনের যে চুলও আছে, তা বোঝাতে তামাকের ছোবড়া গুজে দেওয়া হয়েছে ভেতরে।
বিভিন্ন সিনেমায় ব্যবহৃত ১১০০ নিদর্শন বিক্রির জন্য মাঠে নেমেছে 'প্রপস স্টোর'। এদের মধ্যে উইলসন ছাড়াও অন্যান্য বস্তুর মধ্যে ছিল ২০০৩ সালের 'এলফ' ছবিতে উইল ফেরেলের পরিহিত পোশাকও। এলফের স্যুটটি বিক্রি হয়েছে ২৩৫,০০০ ডলারে, যা নিলামকারীদের আনুমানিক মূল্যের চেয়েও দশ গুণ বেশি।
সূত্র: বিবিসি