২০ মাস পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল ভারত
করোনা মহামারিতে ২০ মাস বন্ধ থাকার পর অবশেষে বিদেশী পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল প্রতিবেশী রাষ্ট্র ভারত। টিকা দেওয়ার হার বাড়তে থাকায় এবং দেশজুড়ে সংক্রমণ কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
গত মাস থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ইতোমধেই পর্যটকদের প্রবেশ মঞ্জুর করে ভারতীয় কর্তৃপক্ষ। এরপর সোমবার (১৫ নভেম্বর) বাণিজ্যিক ফ্লাইটও চালু করলো তারা।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ৯৯টি দেশের ভ্রমণকারীদেরকে কোয়ারেন্টাইন ছাড়াই প্রবেশের অনুমতি দিচ্ছে ভারত। দেশটির সরকার জানিয়েছে, ভারতে আগমনের পর ১৪ দিন পর্যন্ত পর্যটকরা নিজেদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করলেই চলবে।
সাম্প্রতিক সপ্তাহে বেশ কিছু ভারতীয় পর্যটন স্পটে মানুষের সমাগম বেড়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়া এবং উত্তরের পার্বত্য অঞ্চল।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত ছিল ভারত। চলতি বছরের মে মাসে একদিনে সর্বোচ্চ ৪ লাখ কোভিড কেস ধরা পড়ে দেশটিতে। সম্প্রতি সংক্রমণের হার কমতে থাকায় পর্যটন স্পটগুলো প্রাণ ফিরে পেয়েছে।
এমনকি, দেশটিতে বেশ বড় পরিসরে দীপাবলি উৎসবও উদযাপিত হয়। বর্তমানে দেশটিতে দিনে ১৫ হাজারের কম কোভিড কেস ধরা পড়ছে।
এদিকে ভারতের টিকাদান কর্মসূচিও দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশটিতে এক বিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
তবে, সংক্রমণের হার কমলেও, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ফলে তা ফের বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমের পর্যটন এবং বিপণন পরিচালক রজনী হাসিজা চলতি মাসের শুরুতে বলেন, "বিধিনিষেধ কমানোর ফলে ভ্রমণ শিল্পের উন্নতি ঘটবে।"
তবে তিনি সতর্ক করেন, "আমরা এখনও করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকি থেকে পুরোপুরি মুক্ত নই।"
সূত্র- রয়টার্স