জুতোয় বিয়ার ঢেলে পান করলেন ওয়েড-স্টয়নিসরা
তাদের ট্রফি কেসে শোভা পায় পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। কিন্তু ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েও ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। সর্বোচ্চ সাফল্য ছিল ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা। বিশ্বকাপে ভিন্ন দলে পরিণত হয়ে যাওয়ার অনেক প্রমাণ থাকলেও সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুট জেতা হচ্ছিল না অজিদের।
অবশেষে অপেক্ষা ফুরিয়েছে 'মাইটি' অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। যেকোনো প্রথমই বিশেষ, তাই অজিদের উচ্ছ্বাসও বাধভাঙা। যে কারণে শিরোপা উৎসব রূপ নিয়েছিল উন্মাদনায়। উদযাপনের এক পর্যায়ে জুতোর মধ্যে বিয়ার ঢেলে তা পান করেন ম্যাথু ওয়েড ও মার্কাস স্টয়নিস।
কিছুক্ষণ আগেই শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। মাঠে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পর শিরোপা বুঝে নেয় তারা। পুরস্কার বিতরণী মঞ্চেই শিরোপা উৎসবে শ্যাম্পেইন দিয়ে এক রকম গোসল করে নেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নাররা।
এরপর উৎসব ফেরে তাদের ড্রেসিং রুমে। যেখানে চলে বিয়ার পর্ব। আনন্দে উন্মত্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেন উদযাপনের কোনো উপায়ই বাদ রাখতে চাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, নিজের পা থেকে জুতো খুলে তার মধ্যে বিয়ার ঢেলে সেটা পান করছেন উইকেটক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। এরপর একই কাজ করেন স্টয়নিস।
অস্ট্রেলিয়ায় এই ধরনের উল্লাস খুব জনপ্রিয়। একে বলা হয় 'শুয়ি' (জুতোর ইংরেজি থেকে এই নামকরণ)। তারা মনে করে এভাবে উদযাপন করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে। কোনও মহিলার জুতো থেকে শ্যাম্পেইন বা বিয়ার পান করলে আরও সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয় অস্ট্রেলিয়ায়।