মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে টিম বিজনেস স্ট্যান্ডার্ড
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে রাইসিং বিডিকে চার উইকেটে পরাজিত করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
গত ম্যাচের মতো আজকের ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম।
সিক্স-এ-সাইড অর্থাৎ ৬ ওভার ও ৬ উইকেটের এ খেলায় রাইসিং বিডি টসে জিতে ব্যাট করতে নেমে ৬৮ রান সংগ্রহ করে। ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম বিজনেস স্ট্যান্ডার্ড।
বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষে রফিকুল ইসলাম ৬ ছক্কা ও ২ চারে ৫২ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এছাড়াও টিবিএসের স্টাফ করেসপন্ডেন্ট ইয়ামিন সাজিদ আঁটসাঁট বোলিংয়ে দুটি উইকেট নিয়ে চাপে রাখেন টিম রাইজিং বিডিকে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ক্রিকেট টিম: রিয়াদ হোসেন (অধিনায়ক), জাহিদুল ইসলাম, এম এম জসিম, শওকত আলী, রফিকুল ইসলাম, ইয়ামিন সাজিদ ও শাওন হাসনাত।
এর আগে গত বৃহস্পতিবার ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে এটিএন বাংলাকে চার উইকেটে হারিয়েছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তার ধারাবাহিকতায় গতকাল সোমবার চ্যানেল টোয়েন্টিফোরকে ছয় উইকেটে হারিয়েছিল ইংরেজি দৈনিকটির সাংবাদিকদের নিয়ে গড়া এ দলটি।
টিম বিজনেস স্ট্যান্ডার্ডকে সমর্থন যোগাতে এ সময় গ্যালারিতে ছিলেন ইংরেজি এই দৈনিকটির চিফ রিপোর্টার মোরশেদ নোমান, সিনিয়র সাব-এডিটর মাসুদুর রহমান, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট রেজাউল করিম, স্টাফ করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী, ফায়জুল্লাহ ওয়াসিফ ও অফিস অ্যাসিস্ট্যান্ড জামাল হোসেন।