খালেদার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রতিবাদ সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
আজ (২২ নভেম্বর) সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ায় কথা থাকলেও প্রেসক্লাবের সামনে ৯টা থেকেই নেতাকর্মীরা উপস্থিত হওয়া শুরু করেন।
ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর ৬দিন আগেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসকরা জানান, খালেদা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।
এছাড়া, তিনি গুরুতর কার্ডিয়াক এবং কিডনি সমস্যায় ভুগছেন বলে জানায় তারা। এমনকি তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার।