ঢাকা-শিলিগুড়ির মধ্যে চালু হবে রেল পরিষেবা: হর্ষবর্ধন শ্রিংলা
রাজধানী ঢাকা ও ভারতের শিলিগুড়ির মধ্যে শীঘ্রই চালু হতে যাচ্ছে রেল পরিষেবা। রোববার (২১ নভেম্বর) এ কথা বলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
দার্জিলিংয়ে সমাজসেবা সংক্রান্ত একটি অনুষ্ঠানে তিনি বলেন, "দুই শহরের মধ্যে রেল পরিষেবা চালু করার চেষ্টা করছে কেন্দ্র। এ বিষয়ে শীঘ্রই ঘোষণা আসবে।"
তিনি আরও বলেন, "যত দ্রুত সম্ভব রেল পরিষেবা শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে হলদিবাড়ি-চিলাহাটি রেল পরিষেবা শুরু হয়ে যাওয়ায় এক্ষেত্রে আরও সুবিধা হবে। বাংলাদেশের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগ সাধনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে করে পণ্য পরিবহনও সহজ হবে।"
প্রাথমিকভাবে ঢাকা এবং শিলিগুড়ির মধ্যে পণ্যবাহী রেল পরিষেবা চালু হবে। এরপর যাত্রীবাহী ট্রেনের পরিষেবাও চালু করা হবে। তিনি বলেন, "কোলকাতা-ঢাকা এবং কোলকাতা-খুলনার মধ্যে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা চালু আছে। সামনে ঢাকা এবং শিলিগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু হলে এখানে প্রচুর পর্যটক আসবেন। তাছাড়া, চিকিৎসা সংক্রান্ত কারণেও এই দেশে অনেকে আসেন।"
এদিকে চলতি বছরের পহেলা আগস্ট থেকে নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে নতুন রেল করিডোর চালু হয়। ব্রিটিশ আমল থেকে অবিভক্ত ভারতে এই অঞ্চলে যোগাযোগের অন্যতম প্রধান রেলপথ ছিল চিলাহাটি-হলদিবাড়ী রুট। এই পথ দিয়ে দার্জিলিং থেকে খুলনা হয়ে কলকাতা পর্যন্ত একাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন নিয়মিত চলাচল করত।
১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর রেলপথটি বন্ধ করে দেওয়া হয়। অবশেষে ৫৬ বছরের প্রতীক্ষার পর আবারও এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
- সূত্র: হিন্দুস্তান টাইমস