এনআরসির কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না: শ্রিংলা
ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বা এনআরসির কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
এছাড়া তিস্তার পানি বন্টন বিষয়ে ভারত সরকার তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসেনি, অভিন্ন সব নদী নিয়ে সমস্যারও সমাধান হবে বলে জানান তিনি।
সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করার সময় এসব কথা জানান শ্রিংলা।
সীমান্তে হত্যার বিষয়ে তিনি বলেন, " ভারত-বাংলাদেশ সীমান্তে শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যার শিকার হচ্ছে না, সমান সংখ্যক ভারতীয় নাগরিককেও হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা শুধু বাংলাদেশের পরিসংখ্যানটাই দেখি।"
শ্রিংলা বলেন, সীমান্তে অপরাধ দমন দুই দেশের বাহিনীর দায়িত্ব। সীমান্তে প্রতিটি হত্যাই সমস্যার।
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সহযোগিতা বাড়ানো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন। তিনি সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।