লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন শচীন টেন্ডুলকার
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ভারতের ব্যাটিং আইকন শচীন টেন্ডুলকারকে কাঁধে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দলের অন্য খেলোয়াড়েরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই ‘ল্যাপ অব অনার’ হয়ে আছে ক্রিকেট ইতিহাসের একটি আইকনিক মুহূর্ত।
আর সেটিকেই ক্রিকেটে গত ২০ বছরের সেরা মুহূর্ত হিসেবে চিহ্নিত করে এবারের লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো শচীনের হাতে। খবর হিন্দুস্থান টাইমসের।
সোমবার জার্মানির বার্লিনে ক্রীড়াবিশ্বের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারটি ‘লিটল মাস্টারে’র হাতে তুলে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ট্রফি হাতে শচীন বলেন, ‘বিশ্বকাপ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
তিনি আরও জানান, ১৯৮৩ সালে ১০ বছর বয়সে ক্রিকেট-যাত্রা শুরু হয় তার। সে বছরই ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। তিনি বলেন, ‘এর তাৎপর্য উপলব্ধি করার মতো বয়স তখনো আমার হয়নি; অন্যদের দেখাদেখি তবু উদযাপন করেছিলাম। তবে কোনো না কোনোভাবে বুঝে গিয়েছিলাম, দেশের জন্য বিশেষ কিছু একটা ঘটেছে। ওই রকম ঘটনার অংশ একদিন নিজেও হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমি।’
৪৬ বছর বয়সী শচীন জানান, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটি তার জীবনের সবচেয়ে গর্বের ক্ষণ। সেটি ছোঁয়ার জন্য টানা ২২ বছর তিনি লড়ে গেছেন; তবু এক মুহূর্তের জন্যও আশা ছাড়েননি।