স্কুল শিক্ষককে বাস থেকে ধাক্কা: চালক হেলপার মাদকাসক্ত, ফিটনেস নেই গাড়ির
বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় চট্টগ্রামে রহমত উল্লাহ নামে এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাস চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা দুজনেই মাদকাসক্ত এবং বাসটির ফিটনেস ছিল না বলে জানিয়েছে র্যাব।
গত সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন- কন্ট্রাক্টর মো. হোসেন (২৫), হেলপার মাহিন (১৩) ও চালক মো. লিটন (২৫)।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, "মাত্র পাঁচ টাকা ভাড়ার জন্য স্কুল শিক্ষক রহমত উল্লাহকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এর আগে ওই শিক্ষককে মারধর ও হররানি করে হেলপার মাহিন ও চালক মো. লিটন।"
তিনি বলেন, "প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, ৮ নম্বর রুটের ওই গাড়িটি ছিলো ফিটনেসহীন। এছাড়া চালক ও হেলপার মাদকাসক্ত ছিল বলে জেনেছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, গাড়িটির মালিকের কাছেও চালক ও হেলপারের কোনো তথ্য ছিল না।"
র্যাব-৭ এর অধিনায়ক জানান, "প্রতিদিন চট্টগ্রাম শহরের ৮নং রুটের বাসে চড়ে অক্সিজেন থেকে পুরাতন রেল স্টেশন এলাকায় যাতায়াত করতেন স্কুল শিক্ষক রহমত উল্লাহসহ তিন সহযাত্রী। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী এপর্যন্ত ভাড়া ৪৫ টাকা (জনপ্রতি ১৫ টাকা)। কিন্তু, গাড়ির কন্ট্রাক্টর তার কাছ থেকে পঞ্চাশ টাকা দাবি করছিল। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হেলপার রহমত উল্লাহকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।"
তিনি জানান, বাসটি পুলিশের জিম্মায় আছে, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে নগরের কোতোয়ালী থানায় মামলা করেছেন ভিকটিমের ছোট ভাই আরিফ উল্লাহ।