১২ দিন পর সার্জেন্টের মামলা নিল বনানী থানা
রাজধানীতে বিজিবির সাবেক সদস্যকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় তার পুলিশ সার্জেন্ট মেয়ের মামলা নিয়েছে বনানী থানা।
বনানী এলাকায় মধ্যরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তাকে চাপা দেওয়ার ঘটনার ১২ দিন পর এ অভিযোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ মামলা রেকর্ড করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
তিনি জানিয়েছেন, গাড়িচাপা দেওয়ার ঘটনার এ মামলায় ড্রাইভার আর অজ্ঞাতনামা দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার ইউলুপে গত ২ ডিসেম্বর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন মনোরঞ্জন। তার ডান পা প্রথমে গোড়ালি পর্যন্ত, পরে সংক্রমণ হওয়ায় হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। তিনি আগে থেকেই হার্টের রোগী। এমন পরিস্থিতিতে এই অবস্থায় এ দুর্ঘটনার ধকল তিনি নিতে পারছেন না। তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
এরপর মামলা করতে একাধিকবার চেষ্টা করেও সফল হননি মনোরঞ্জনের মেয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহুয়া হাজং।