ধর্ষণ যখন অনিবার্য তখন উপভোগ করুন: সংসদে কংগ্রেস নেতা
সংসদে ধর্ষণ নিয়ে ঠাট্টা করে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন এক ভারতীয় নেতা। বৃহস্পতিবার ভারতীয় সংসদে এক বিতর্কের মাঝে ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সাবেক স্পিকার এবং দক্ষিণ কর্ণাটকের কংগ্রেস নেতা রমেশ কুমার।
ভারতের কৃষক আন্দোলন নিয়ে চলমান তর্কের নিষ্পত্তি ঘটাতে হিমশিম খাচ্ছিলেন সংসদের বর্তমান স্পিকার বিশ্বেশ্বর কাগেরি। সে সময় তিনি বলেন, তার ইচ্ছা করছে চুপ করে বসে থেকে এই বিতর্ক দেখতে কিন্তু তা পারছেন না।
স্পিকারের এমন বক্তব্যের জবাবে রমেশ কুমার বলেন, "একটা প্রবাদই আছে, ধর্ষণ যখন অনিবার্য তখন শুয়ে পড়ুন এবং তা উপভোগ করুন।"
তার এই মন্তব্যে স্পিকার কাগেরিও হাসতে শুরু করেন। কিন্তু এতে ক্ষোভ প্রকাশ করেন সংসদের নারী সদস্যরা। তারা বলেন, রমেশ কুমার এমন একটি ইস্যু নিয়ে ঠাট্টা করেছেন যা ভারতে ভয়ঙ্কর মহামারির মতো ছড়িয়ে পড়ছে।
ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী পূর্ণিমা শ্রীনিবাস বলেন, "যখন আমরা সংসদ অধিবেশনে আসি তখন রমেশের সূক্ষ্ম রাজনৈতিক বুদ্ধির কারণে তার প্রশংসা করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে তার নারীদের প্রতি কোনো সম্মানই নেই।"
অন্য এক আইনপ্রণেতা রূপকলা এম বলেন, 'একজন নারী যখন যৌন হয়রানির শিকার হয়, সেটা তার সারা জীবনের দুঃস্বপ্ন হয়ে থাকে। এটা নিয়ে অন্য কোনো ইস্যুতে মজা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
তবে সংসদে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে টুইটারে ক্ষমা চেয়েছেন রমেশ কুমার। তিনি লিখেছেন, "ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে হালকা করে দেখা বা ঠাট্টা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি শুধু কথার পিঠে কথা বলার জন্যই এই উদাহরণ টেনেছিলাম। কিন্তু আমি ভবিষ্যতে আমার শব্দচয়ন নিয়ে আরও সতর্ক থাকবো।"
কিন্তু শুক্রবার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পর সরাসরি ক্ষমা চাইতে এবং এ ইস্যুতে আর কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।
তাছাড়া রমেশের ঠাট্টাতে হেসে ফেলায় তোপের মুখে পড়েছেন কাগেরি নিজেও। তিনি বলেন, "আমরা সবাই নারীদের সম্মান করি এবং তাদের সম্মান নিশ্চিত করতে কাজ করি। আমার মনে হয় না এটাকে ইস্যু বানানোর বা আর কোনো বিতর্কের প্রয়োজন আছে।"
২০১৯ সালেও একবার ধর্ষণ নিয়ে ব্যঙ্গ করে সমালোচনার মুখে পড়েন রমেশ। দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তিনি বলেন, 'আমি একবার ধর্ষিত হয়েছি। কিন্তু ধর্ষণের শিকার হওয়া সবাইকেই আমি পছন্দ করি, আমার মনে হয় যে আমাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।"
সূত্র: ডেইলি মেইল