ভারতে সোনার খনির সন্ধান!
ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্রতে খোঁজ মিলেছে ৩ হাজার টন সোনার খনির। এতে ভূগর্ভস্থ প্রায় ২৯৪৩.২৬ টন এবং হারদি ব্লকে প্রায় ৬৪৮৬.১৬ কেজি সোনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে জেলার এক খনন কর্মকর্তার এমন দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথা জিএসআই।
শনিবার কলকাতায় জিএসআইয়ের মহানির্দেশক এম শ্রীধর বলেন, জিএসআইয়ের কোনো ব্যক্তি এই জাতীয় তথ্য দেননি। জিএসআই সোনভদ্রতে এমন কোনো বিশাল স্বর্ণভাণ্ডারের অনুমান করেনি।
তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করার পরে আমরা আকরিকের উৎস সম্পর্কে আমাদের রাজ্য ইউনিটগুলোর সঙ্গে আলোচনা করি। আমরা ১৯৯৮-৯৯ ও ১৯৯৯-২০০০-এ এই অঞ্চলে কাজ করেছি। তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএমের কাছে পৌঁছেও দেওয়া হয়েছিল। খবর এনডিটিভির।
শ্রীধর বলেন, সোনার অনুসন্ধানের রিপোর্ট সন্তোষজনক নয়। এমন কোনো ফলাফল মেলেনি যা থেকে বিরাট স্বর্ণভাণ্ডারের কোনও অনুমান করা যায়।
জেলার খনন কর্মকর্তা কে কে রায় শুক্রবার জানিয়েছিলেন, এই জেলার সোনপাহাড়ি ও হারদি এলাকায় প্রায় তিন হাজার টন সোনার উৎস শনাক্ত করা হয়েছে।
শ্রীধর এই দাবিকে বাতিল করে দিয়ে বলেছেন, সোনপাহাড়ির সাব-ব্লক এইচ-এ ১৭০ মিটার দীর্ঘ এলাকায় ৩.০৩ গ্রাম প্রতি টন সোনাসহ ৫২ হাজার ৮০৬.২৫ টনের সন্ধান পাওয়া গিয়েছিল।
তিনি আরও বলেন, ৩.০৩ প্রতি টন সোনার খনিজ ক্ষেত্রটি এখনও নির্ণীত নয়। মোট ৫২ হাজার৮০৬.২৫ টনের মধ্যে মোট সোনার পরিমাণ ৩ হাজার ৩৫০ টন নয়, মাত্র ১৬০ কিলোগ্রাম।