নিখোঁজ কুকুরের জন্য ২৬ লাখ টাকার ফাঁদে সাবেক লিভারপুল স্ট্রাইকার!
২০১৯ সালে হারিয়ে যাওয়া কুকুরকে ফিরে পাওয়ার বিনিময়ে এই মুহূর্তে ২৬ লাখ টাকার ধাক্কা সামলাতে হচ্ছে সাবেক লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজকে। স্টারিজের প্রিয় কুকুরটি যিনি খুঁজে পেয়েছিলেন, মূলত তাকেই পুরস্কার হিসেবে দিতে হচ্ছে এই টাকা।
বর্তমানে অস্ট্রেলিয়ায় খেলা এই ফুটবলার জানান, ২০১৯ সালে তার পমেরানিয়ান কুকুর লুসিকে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে কেউ একজন চুরি করে নিয়ে যায়। কুকুরটি ফিরে পাওয়ার জন্য তার নামে পুরস্কারও ঘোষণা করা হয়।
কিলা ফেম নামে পরিচিত র্যাপার ফস্টার ওয়াশিংটন দাবি করেছেন, তিনিই স্টারিজের কুকুরকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে কোনো রকম পুরস্কার দেওয়া হয়নি। তাই ফস্টারের দাবির প্রেক্ষিতে রুল জারি করে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত।
এদিকে ফস্টারের অভিযোগে কোনো সাড়া না দেওয়ায় অবধারিতভাবেই রায় চলে গেছে স্টারিজের বিপক্ষে। বিচারক কার্টিস কিন আদেশ দিয়েছেন, ইংল্যান্ড জাতীয় দলের এই সাবেক ফুটবলারকে অবশ্যই ২৬ লাখ টাকা ক্ষতিপূরণ এবং খরচা বাবদ আরও ৮৫ ডলার দিতে হবে।
এ প্রসঙ্গে র্যাপার ফস্টার বলেন, "আমি বছরখানেক ধরে এই মামলা লড়ছি এবং আশা করি এবার তার সমাপ্তি ঘটেছে। আমি আশা করি উনি এই টাকাটা দিবেন এবং আপিল করবেন না। কারণ আমি যখন এই কুকুরটাকে খুঁজে পেয়েছিলাম, আমার মনে হয়েছিল আমার জীবন বদলে গেছে!"
বর্তমানে অস্ট্রেলিয়ার এ-লিগের দল পার্থ গ্লোরিতে খেলেন ৩২ বছর বয়সী স্টারিজ। ২০১৯ সালে হুডি পড়া তিন দুর্বৃত্ত কিভাবে তার ওয়েস্ট হলিউডের বাড়ি লন্ডভন্ড করে লুসিকে চুরি করেছিল, তার একটি ভিডিও ও পোস্ট করেছিলেন তিনি।
সে সময় স্টারিজ বলেছিলেন, কুকুরটি ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি তিনি।
এর দুদিন পরেই ফস্টার ওয়াশিংটন টুইটারে লুসির ছবি পোস্ট করে জিজ্ঞেস করেন, 'এটাই কি লুসি?' এরপর তিনি স্টারিজের কাছে লুসিকে ফিরিয়ে দেন।
কুকুর ফিরে পেয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানালেও পুরস্কারের টাকার ব্যাপারে কিছুই বলেননি এই ফুটবলার। আদালতের নির্দেশের ব্যাপারেও স্টারিজ বা তার আইনজীবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি