সাকিবের সঙ্গে বরিশালে গেইল, ঢাকায় মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফি
আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টি এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে ২৭ ডিসেম্বর। ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। ড্রাফটের দিনে জানা গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ঝড় ক্রিস গেইলকেও দলে নিয়েছে তারা।
ড্রাফটের বাইরে থেকেই টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয় ঢাকা। ড্রাফট থেকে প্রথম ডাকে তামিম ইকবালকে দলে ভেড়ায় বিসিবির তত্ত্বাবধানে থাকা দলটি। এরপর তৃতীয় ডাকে তারা দলে নেয় জাতীয় দলের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। বিপিএলে প্রথমবারের মতো এই তিন ক্রিকেটার এক দলে খেলতে যাচ্ছেন।
ড্রাফটের বাইরে থেকেই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফট থেকে তারা লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে। তাসকিন আহমেদকে সরাসরি দলে নিয়েছে সিলেট সানরাইজার্স। মুশফিকুর রহিমকে ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মুস্তাফিজুর রহমান (ড্রাফটের বাইরে থেকে)।
ড্রাফট থেকে: লিটন কুমার দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম।
ঢাকা: মাহমুদউল্লাহ রিয়াদ (ড্রাফটের বাইরে থেকে)।
ড্রাফট থেকে: তামিম ইকবাল, রুবেল হোসেন , মাশরাফি বিন মর্তুজা, শুভগত হোম।
সিলেট সানরাইজার্স: তাসকিন আহমেদ (ড্রাফটের বাইরে থেকে)।
ড্রাফট থেকে: মোসাদ্দেক হোসেন সৈকত , মোহাম্মদ মিঠুন , আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (ড্রাফটের বাইরে থেকে)।
ড্রাফট থেকে: শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: নাসুম আহমেদ (ড্রাফটের বাইরে থেকে)।
ড্রাফট থেকে: শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান, ক্রিস গেইল (ড্রাফটের বাইরে থেকে)।
ড্রাফট থেকে: নুরুল হাসান সোহান , নাজমুল হোসেন শান্ত , মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি।