ইন্ডিয়ান আইডল হলেন সানি হিন্দুস্তানি
ভারতের সনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এর একাদশতম আসরে বাজিমাত করলেন পাঞ্জাবের ভাতিন্ডার সানি হিন্দুস্তানি। তিনিই 'ইন্ডিয়ান আইডল ১১'-এর খেতাবজয়ী।
ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই বাঙালি- রোহিত রাউত ও অঙ্কনা মুখোপাধ্যায়। রোহিত দ্বিতীয় ও অঙ্কনা তৃতীয় হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
ইন্ডিয়ান আইডলে সবার সেরা হয়ে ২৫ লক্ষ টাকা, একটি গাড়ি ও টি-সিরিজের সঙ্গে কনট্রাক্ট জিতেছেন সানি। পাঁচ লক্ষ টাকা করে পেয়েছেন রোহিত ও অঙ্কনা।
অন্যদিকে চতুর্থ ও পঞ্চম স্থানের অধিকারী হয়ে রিদম কল্যাণ ও অদ্রিজ ঘোষ জিতে নিয়েছেন তিন লক্ষ টাকার নগদ পুরস্কার। এছাড়া অন্যান্য বিজ্ঞাপনদাতার পক্ষ থেকে এক লক্ষ টাকা করে পাওয়ার পাশাপাশি অসংখ্য গিফ্ট হ্যাম্পারও নিজেদের করে নিয়েছেন এই সেরা পাঁচ প্রতিযোগী।
#MeToo অভিযুক্ত অনু মালিকের বিচারক পদ থেকে সরে দাঁড়ানোর বিতর্ক নিয়ে শুরু হয়েছিল 'ইন্ডিয়ান আইডলে'র এবারের আসর। পরে সঞ্চালক আদিত্য নারায়ণ ও বিচারক নেহা কক্করের বিয়ের গুজব ছড়িয়েও এই শো খবরের শিরোনামে থেকেছে। পরে অবশ্য জানা যায়, নেহা নয়, নিজের দীর্ঘ দিনের বান্ধবীকেই বিয়ে করবেন আদিত্য।
নুসরত ফতেহ আলি খানের মতো গেয়ে প্রতিযোগিতার শুরু থেকেই বিচারক ও দর্শকদের মনোযোগ টেনে নিয়েছিলেন সানি হিন্দুস্তানি। ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখেন।