১৮ বছর পর 'রোডিজ' ছাড়লেন রণবিজয়! এন্ট্রি নিচ্ছেন সোনু সুদ
এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো 'রোডিজ' আর রণবিজয় সিংয়ের নাম প্রায় যেন সমার্থক ছিল। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর 'রোডিজ' থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। আরও স্পষ্ট করে বললে, শো ছাড়লেন রণবিজয়।
রোডিজের প্রথম সিজন থেকে এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন রণবিজয়। প্রথমে প্রতিযোগী, তারপর সঞ্চালক এবং এরপর বিচারক অর্থাৎ গ্যাং লিডার। এই জনপ্রিয় শোয়ের সঙ্গে সমস্ত সম্পর্কে ইতি টানলেন রণবিজয় সিং।
কেন 'রোডিজ' ছাড়লেন রণবিজয়? শো নির্মাতা সংস্থার সঙ্গে মনোমালিন্য? সে জবাবও হিন্দুস্তান টাইমসকে খোদ দিয়েছেন এই অভিনেতা-সঞ্চালক। রণবিজয়ের কথায়, "কোনও গোলমাল বাধেনি। প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা নেই। তবে হ্যাঁ, এই প্রযোজনা সংস্থার সঙ্গে কোনভাবে খাপ খাচ্ছিল না। কোথাও গিয়ে বিষয়টা ঠিকঠাক হচ্ছিল না। ওদের সময়ের সঙ্গে আমার ডেটও মিলছিল না। অতঃপর…."
জানা গেছে, রণবিজয় সিংয়ের পরিবর্তে এবার শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে সোনু সুদকে। তিনিই রোডিজের সঞ্চালক থেকে মেন্টর, সব দায়িত্বই নাকি সামলাবেন। আরও শোনা যাচ্ছে অনুষ্ঠানটির ফর্ম্যাটও অনেকটাই বদলে যাচ্ছে। গ্যাং লিডার ব্যাপারটাই নাকি এবার থেকে তুলে দেওয়া হচ্ছে! চলতি মাসের ১৪ তারিখ থেকে রোডিজের নতুন সিজনের শুট হবে দক্ষিণ আফ্রিকায়।