বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস চলবে: দীপু মনি
ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী ও শিক্ষক টিকা নেওয়ায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ করা যৌক্তিক হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, "পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯৫ শতাংশেরও বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।"
দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় চলমান উদ্বেগের মধ্যে আজ শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ না করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। টিকাদান জোরদারের কথা বলেন তিনি।
"শিক্ষার্থীদের একটি বড় অংশ ইতোমধ্যেই টিকা দেওয়া নিয়েছে। আমরা আশা করি এই মাসের মধ্যেই সকল শিক্ষার্থীকে অন্তত প্রথম ডোজ দিতে পারব," শিক্ষামন্ত্রী বলেন।
"শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস চলবে," যোগ করেন তিনি।