মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস শুরু মাধ্যমিকের: দীপু মনি
দেশে কোভিড-১৯ এর কেস ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায়, মঙ্গলবার (১৫ মার্চ) থেকে মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে।
শনিবার দুপুরে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ কথা জানান।
"মঙ্গলবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে," বলেন তিনি।
তিনি আরও বলেন, "মহামারি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় যারা টিকা পেয়েছে এবং যারা টিকা পায়নি সবাই নিজেদের স্কুলে যেয়ে ক্লাস করতে পারবে।"
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের সব মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় স্তরের প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস শুরু হয়।
এরপর, ২ মার্চ বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়।
সেসময় নির্দেশ দেওয়া হয়, ১২ বছর বা তার বেশি বয়সী টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে পারবে। যারা টিকার শুধুমাত্র প্রথম ডোজ পেয়েছে তাদেরকে অনলাইন ক্লাসে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি সরকার ঘোষণা করে, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল ও কলেজ বন্ধ থাকবে।
সংক্রমণ বাড়তে থাকায় এই নিষেধাজ্ঞা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
১৭ মাস বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ চালু হয়।