জাতিসংঘ আদালতে রোহিঙ্গাদের হয়ে লড়বেন আমাল ক্লুনি
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের পক্ষে লড়ার জন্য প্রখ্যাত মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে মালদ্বীপ।
৪২ বছর বয়সী এই লেবানিজ-ব্রিটিশ আইনজীবী রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য পৃথিবীর সর্বোচ্চ আদালতে মালদ্বীপের প্রতিনিধিত্ব করবেন। খবর বিবিসির।
আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার সঙ্গে মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ান এই দেশটির সরকার।
জাতিসংঘে এর আগে আমাল ক্লুনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পক্ষে আইনী লড়াই করেছেন। ২০১৫ সালে মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ক্লুনির লড়াইয়ে পরবর্তীকালে জাতিসংঘ সেই কারাদণ্ডকে অবৈধ ঘোষণা করেছিল। তাই এবারও এই আইনজীবীর ওপর আস্থা রাখল দেশটি।
এদিকে, রোহিঙ্গা গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের সুরক্ষা চেয়ে গত বছরের নভেম্বর মাসে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া।
এই প্রেক্ষিতে মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরার রায় দেয় জাতিসংঘের আদালত। রোহিঙ্গাদের পক্ষে দেওয়া সেই রায়কে স্বাগত জানিয়েছে মালদ্বীপ। এবার তারা ক্লুনিকে নিয়োগ দিয়ে সেই লড়াইয়ে নিজেদের সরাসরি সামিল করল।
এক বিবৃতিতে আমাল ক্লুনিকে উদ্ধৃত করে মালদ্বীপ সরকার জানিয়েছে, আদালতের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচারের চেষ্টা করা হবে।