‘রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট বাতিল করা হবে’
দেশের বাইরে থেকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত বাংলাদেশিদের পাসপোর্ট বাতিল করা হবে। আজ বুধবার একটি মন্ত্রিসভা কমিটি এই নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে।
সচিবালয়ে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা থেকে এই নির্দেশ এসেছে।
সভা শেষে সাংদিকদের মোজাম্মেল হক বলেন, 'বিদেশে বসে অনেক লোক মিথ্যাচার করছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও করছে। এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রবিরোধী কাজ বিদেশে বসে যারা করছে, তাদের পাসপোর্ট যাতে বাতিল করা হয়, সে জন্য আমরা পরামর্শ দিয়েছি।'
প্রবাসী যে সব বাংলাদেশি বিভিন্ন রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত তাদের তালিকা তৈরি করার এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, 'তারা কী কী করছেন, এর মধ্যে রাষ্ট্রবিরোধী কী কাজ করল, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখা যায় তারা সক্রিয়ভাবে, অব্যাহতভাবে এই কাজ করে যাচ্ছেন, তাহলে তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'
'দেশদ্রোহী ও দেশের স্বার্থবিরোধী কোনটা সেই সংজ্ঞা আইনে আছে। রাষ্ট্রের স্বার্থ পরিপন্থি কোনগুলো এ বিষয়ে সংবিধান ও সিআরপিসিতে যা বলা আছে, সেটা মেনেই করা হবে। নতুনভাবে কোনো কিছু সংজ্ঞায়িত করা হবে না', যোগ করেন তিনি।