৬০ শতাংশ ভাড়া বাড়াতে চায় চট্টগ্রামের পরিবহন মালিকেরা
করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সরকারি নির্দেশনার প্রেক্ষিতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রামের পরিবহন মালিকেরা। তারা বলে, এর আগেও সরকারি বিধিনিষেধের সময় পরিবহন মালিক-শ্রমিকদের ক্ষতি পোষাতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। ফলে এবারও গণপরিবহন সচল রাখতে ভাড়া বাড়াতে হবে।
বুধবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম ও মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা কার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়, কিছুদিন আগেই জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়। এবারও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সচল রাখতে হলে, পূর্বের সিদ্ধান্ত কার্যকর করে ভাড়া ৬০ শতাংশ বাড়াতে হবে।
পাশাপাশি যাত্রীদের সুরক্ষায় প্রত্যেক অটোরিকশা, টেম্পো, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ভাড়ায় চালিত সব গাড়িকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে হবে।
এদিকে একই দাবিতে বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে ঢাকার পরিবহন মালিকেরা বৈঠক করলেও গণপরিবহনের ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেন বিআরটিএর চেয়ারমান নূর মোহাম্মদ মজুমদার।
তিনি বলেন, "গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনে বাড়তি ভাড়া গুনতে হবে না। অর্ধেক যাত্রী নিলেই বাড়তি ভাড়া দিতে হবে, এমন সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ থেকেও আসেনি। ভাড়া বাড়ানোর বিষয়টিকে আমরাও যৌক্তিক মনে করছি না।"
এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর টানা দুই মাসের বেশি বন্ধ থাকার পর ১ জুন থেকে অর্ধেক যাত্রী বহনের শর্তে চালু করা হয় গণপরিবহন। তখন ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে অর্ধেক যাত্রী বহনের নিয়ম না মানার পাশাপাশি বাড়তি ভাড়া আদায় নিতে এক ধরণের অরাজকতা সৃষ্টি হয়।