সত্যিই কি পুত্রসন্তান দত্তক নিয়েছেন সুস্মিতা!
'আমি আমার মতো'- এটাই তার জীবন দর্শন। কোনও বাঁধাধরা ছকে নিজেকে বেঁধে রাখেননি সুস্মিতা সেন। তাই তো মাত্র ২৫ বছর বয়সে প্রথম কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন। সমাজের চোখ রাঙানির তোয়াক্কা করেননি এই বাঙালি তনয়া।
গত মাসেই প্রেমিক রোহমান শলের সঙ্গে তিন বছরের সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা। কোনও জল্পনার তোয়াক্কা করেননি, নিজেই ইনস্টাগ্রামে রোহমানের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন, "বন্ধু হিসাবে শুরু করেছিলাম, বন্ধুত্বটা থাকবে।"
এবার ফের আলোচনায় সাবেক মিস ইউনিভার্স। বুধবার রাতে মুম্বাইতে দুই মেয়ে রেনে, আলিশা এবং এক শিশুর সঙ্গে লেন্সবন্দি হয়েছেন সুস্মিতা সেন। সেই ছবি দেখেই জল্পনা, তৃতীয় সন্তানের মা হলেন সুস্মিতা!
এদিন পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন সুস্মিতা, তার দুই কন্যা এবং হলুদ টি-শার্ট ও ব্লু ডেনিম পরা এক শিশুপুত্র। ছবিশিকারীদের দাবি, সুস্মিতা ওই শিশুপুত্রকে দত্তক নিয়েছেন। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি সুস্মিতা। অন্যদিকে বলিউড লাইফের রিপোর্ট বলছে, মিষ্টি শিশুটি আসলে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বান্ধবীর সন্তান এবং তাকে দত্তক নেননি সুস্মিতা।
তবে রেনে,আলিশা, সুস্মিতা ও খুদের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যালে।
তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন ধরে নিয়ে, নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন সুস্মিতাকে।
শুধু তাই নয়, সুস্মিতাকে ওই শিশুকে 'গডসন' (Godson) হিসেবে উল্লেখ করতে দেখা গেছে।
২০০০ সালে রেনে-কে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। দশ বছর পর আলিশাকে দত্তক নেন। দুই মেয়েকে বড় করে তুলতে কোনও খামতি রাখেননি সুস্মিতা। রেনে-আলিশাকে ঘিরেই সুস্মিতার গোটা জীবন।
ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর খোলামেলা সুস্মিতা সেন। প্রেম করলেও অকপটে স্বীকার করে নেন, সম্পর্ক ভাঙলেও তা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। গত সপ্তাহে ইনস্টাগ্রাম লাইভ সেশনে এসে রোহমানের সঙ্গে তার ব্রেকআপের সম্ভাব্য কারণ নিয়ে আলোকপাত করেন সুস্মিতা। তিনি জানান, তার কাছে সম্মানের গুরুত্ব ভালোবাসার চেয়ে অনেক বেশি। জীবনে ভালোবাসা আসবে, যাবে কিন্তু সম্মানই তার কাছে সব।
সুস্মিতাকে শেষ দেখা গিয়েছে ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ 'আরিয়া'র দ্বিতীয় সিজনে। রাম মাধবানির এই সিরিজে প্রশংসিত হয়েছে সুস্মিতার পাওয়ারপ্যাক পারফম্যান্স।