জোর করে উপহার দিতে গিয়ে লেডি গাগাকে লজ্জায় ফেলেছিলেন শাহরুখ!
বলিউডের কিং খান শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শাহরুখ খানের মুখ। ৫৬ বছর বয়সী এই অভিনেতা ক্য়ারিয়ার শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে। তবে নিমেষেই বড় পর্দার সম্রাট হয়ে ওঠেন। রোম্যান্সের বাদশাকে ছাড়া যেন ভাবাই যায় না বলিউড! তবে ভাববেন না শাহরুখের ভক্তরা শুধু ছড়িয়ে আছে বলিউডে। অনেক হলিউড তারকারাও কিন্তু বেশ পছন্দ করেন তাকে।
হলিউডের বহু তারকার সাথে মজবুত যোগাযোগ আছে শাহরুখের। আর তার মধ্যে অন্যতম পপ তারকা লেডি গাগা। ২০১১ সালে যখন গাগা ভারতে এসেছিলেন, তখন তিনি শাহরুখের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নেন। শুনে আপনি ভাবছেন এই সাক্ষাৎকার নিশ্চয়ই দেখার মতো ছিল! চলুন আজ আপনাদের সেটাই দেখার সুযোগ করে দেই আরও একবার।
সাক্ষাৎকারের শুরুতেই লেডি গাগাকে শপিং নিয়ে টিজ করতে শুরু করেন শাহরুখ। আর তারপর কথা বলতে বলতেই নিজের হাতের ঘড়ি খুলে উপহার দিতে চান গাগাকে। শাহরুখের এই কাণ্ডে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন মার্কিন পপ তারকা। বার বার মাথা নেড়ে বলতে থাকেন তিনি নেবেন না। এদিকে জোর করতেই থাকেন শাহরুখ। পরে রফা হয় সেটি দিয়ে দেওয়া হবে অডিয়েন্সদের কাউকে। গাগা বলেন, 'আপনার ভক্তদের কাউকে দিয়ে দিন।' আর তাতে শাহরুখ বলেন, 'আমি আপনাকে দিয়েছি। এবার আপনি এটা কাউকে দিয়ে দিন। ওরাও খুশি হবে।'
কাজের সূত্রে গাগাকে সম্প্রতি দেখা গিয়েছে 'হাউজ অফ গুচি'তে। আর এদিকে শাহরুখ ব্যস্ত তার পরের ছবি 'পাঠান' নিয়ে। যেখানে তার সাথে থাকছেন জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকোনও।