স্তব্ধ কোকিলকণ্ঠ, চলেই গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর
প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর।
কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না।
লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানাম। সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন শিল্পী।
হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, "মাল্টি অর্গ্যান ফেইলিওরে মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের, কোভিড আক্রান্ত হয়ে প্রায় ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।"
আরও পড়ুন- লতাজী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলেন আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল: আঁখি আলমগীর
এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন।
আপাতত তার মরদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্ম ইন্দোরের এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন।
সঙ্গীত জগতের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদপ্রতিম শিল্পী। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কণ্ঠের জাদুতে বুঁদ থেকেছে প্রজন্মের পর প্রজন্ম।
সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ত্রিশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারতরত্নে ভূষিত করা হয়। এর আগে 'পদ্মভূষণ', 'পদ্মবিভূষণ'-এর মতো নাগরিক সম্মানও দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি।
সূত্র- আনন্দবাজার পত্রিকা , হিন্দুস্তান টাইমস