গেইল যখন সাকিবের দলের বোঝা
টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় তাকে। বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান ক্রিস গেইল। যেখানে বোলারদের কাছে তিনি থাকেন যমদূত। ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে রানের বন্যা বইয়ে দেন ক্যারিবীয় এই ব্যাটিং কিংবদন্তি। সেই গেইলই কিনা বিপিএলে ফরচুন বরিশালের কাছে বোঝা হয়ে উঠেছেন!
'বোঝা' শব্দটা শুনতে বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু বাস্তবতা এমনই সাক্ষ্য দিচ্ছে। আসরের শুরু থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে বিপাকে থাকা বরিশালের বিপদ বাড়িয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ব্যাট হাতে রানের দেখা পাননি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২০টির বেশি (২২টি) সেঞ্চুরির মালিক গেইল। যে কারণে সাংবাদিকের করা প্রশ্নে 'বোঝা' শব্দটার সঙ্গে একমত প্রকাশ করলেন ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিমও।
বরিশালের হয়ে ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন গেইল। এখন পর্যন্ত তার ব্যাটে তেমন ঝড় দেখা যায়নি, পাননি হাফ সেঞ্চুরির দেখাও। ৫ ম্যাচে ২৩.৪০ গড়ে ১১৭ রান করেছেন গেইল। বাকি চার ইনিংসে তার রান ৩৬, ৭, ৪ ও ২৫। এর মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস ৪৫।
বরিশালের হয়ে প্রথম ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করেন গেইল। সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর গেইলকে ওপেনিংয়ে ফেরায় ব্যাটিং অর্ডার নিয়ে এলোমেলো অবস্থায় থাকা বরিশাল। জায়গা বদলালেও বদলায়নি গেইলের ভাগ্য, রান ফেরেনি তার ব্যাটে। নিজের নামের সঙ্গে মানানসই একটি ইনিংসও খেলতে পারেননি গেইল।
৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে থাকলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা শেষ হয়নি বরিশালের। এখনও সেরা সমন্বয়ের খোঁজে সাকিব আল হাসানের দল। যেখানে বড় চিন্তার কারণ গেইলের বাজে ফর্ম।
সেরা সময় পেছনে ফেলে এসেছেন গেইল। আগের মতো করে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যায় না তাকে। বরিশালের হয়ে রান করার বদলে চাপ বাড়াচ্ছেন তিনি। এটা দলের জন্য বোঝা হয়ে যায় কিনা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এমন প্রশ্নের উত্তরে নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'সত্যি কথা বলতে হ্যাঁ, হতে পারে। কারণ ও (গেইল) যদি রান না করে, ওর কাছ থেকে এরপরে অনেক কিছু পাওয়ার থাকে না। হয়তো ফিল্ডিংয়ে ওকে কিছুটা লুকিয়ে রাখতে হয়।'
হতাশ হলেও গেইলকে নিয়ে আশাবাদী বরিশালের ব্যাটিং পরামর্শক। তিনি বলেন, 'আমার মনে হয় এখনও ওর ওই ক্ষমতা আছে পাঁচ ওভারের মধ্যে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার, সামর্থ্য আছে। সে জন্য আমরা এখনও তার উপর বিশ্বাসটা রাখছি এবং ওই জায়গাটা ওকে ছেড়ে দিয়েছে যেন পুরোপুরি মনোযোগী হতে পারে ওখানে। ওর জায়গা নিয়ে যেন চিন্তা করতে না হয়। আমরা আশা করছি যতো সময় যাবে ও (গেইল) আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে পারবে।
এবারের আসলে ভালো সময় না গেলেও বিপিএলে ব্যাট হাতে শাসন করার অভিজ্ঞতা আছে গেইলের। ক্যারিবীয় বাঁহাতি এই ব্যাটসম্যান আসরটিতে ৪৭ ম্যাচে পাঁচটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৩৯.০০ গড়ে ১ হাজার ৫৯৯ রান করেছেন। যা এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসের নবম সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। গেইলই একমাত্র ব্যাটসম্যান, বিপিএলে যার নামের পাশে আছে ৫টি সেঞ্চুরি। আর কারও তিনটি সেঞ্চুরিও নেই।