‘আমাকে মা বলে ডেকো’, শোয়েবকে বলেছিলেন লতা
সুরের সরস্বতীর মৃত্যুতে যেন পুরো উপমহাদেশই শোকস্তব্ধ। রোববার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে তার প্রস্থানের শোকবার্তায়।
এবার প্রয়াত কিংবদন্তি শিল্পীর সঙ্গে তার কথোপকথনের স্মৃতি রোমন্থন করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। ২০১৬ সালে লতার সঙ্গে ফোনে কথা হয়েছিল তার।
ওই বছর শোয়েব যখন শেষ বার ভারতে কমেন্ট্রি করতে এসেছিলেন, তখন প্রোডাকশনের একজনের সাহায্য নিয়ে লতার সঙ্গে ফোনে যোগাযোগ করতে সামর্থ্য হন তিনি। পূরণ হয় তার বহুদিনের ইচ্ছে।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানালেন, সুর সম্রাজ্ঞীর ব্যবহারেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। কথোপকথনের শুরুতেই তাঁকে মা বলে ডাকতে বলেছিলেন লতা।
শোয়েব জানান, লতা তাঁকে বলেছিলেন তিনি শচীন বনাম শোয়েবের লড়াই বেশ বেশি উপভোগ করতেন। সার্বিকভাবে ক্রিকেট খেলাও তাঁর পছন্দের ছিল।
আবেগ প্রবণ শোয়েব তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'আমাকে তিনি মা বলে ডাকতে বলেছিলেন। তার সুন্দর ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সামনা-সামনি দেখা করতে চেয়েছিলাম আমি। সেসময় নবরাত্রি চলছিল। তাই তিনি আমাকে দুদিন পর দেখা করতে বলেন। কিন্তু পাকিস্তানে ফেরার টিকিট করে ফেলায় আমাকে ফিরতে হয়েছিল। তবে বলেছিলাম পরের বার আসলে নিশ্চয়ই দেখা করব।
"কিন্তু আফসোস আর দেখা হয়নি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় আর ভারতে আসা হয়নি আমার। দেখা হয়নি লতার সঙ্গেও। এটা আমার জীবনের বড় আফসোস।'
সূত্র: হিন্দুস্তান টাইমস।